জাহাঙ্গীর আলম সেজান :: চট্টগ্রাম মহানগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফেরণে সৃষ্ট আগুনে ৭টি ঘর পুড়ে গেছে। মহানগরের চান্দগাঁও মোহরা ৫ নম্বর ওয়ার্ডে গত রোববার রাতে এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১০টা ৩৫ মিনিটে পূর্ব মোহরার আব্দুর রশিদ কেরানির বাড়িতে প্রথমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে এক লাইনে থাকা ৭টি ঘর আগুনে পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। পরে সিডিএর নির্মিণাধীন ড্রেনের কারণে বড় গাড়িটি যেতে না পারলেও ছোট গাড়িটি এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭টি পরিবারের ঘর পুড়ে গেলেও উদ্ধার করা হয়েছে ১৮ লাখ টাকার মালামাল।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নাজিম উদ্দিন জানান, আকতারের ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এতে মুহুর্তেই এক লাইনে থাকা রফিক, আকতার, সেলিম, আজিম, নাজিম, নুরুল ইসলাম ও আব্দুস সালামের ৭টি সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েকজন সামান্য আহত হলেও কেউ গুরুতর দুর্ঘটনার শিকার হননি। বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে।