spot_imgspot_img
spot_imgspot_img

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

spot_img

প্রিয় সংবাদ ডেস্ক :: পুলিশের কক্সবাজার রেঞ্জের ৩৪ জন পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিয়ে ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, কক্সবাজার এলাকার পুলিশের পুরো সেটাপ চেঞ্জ হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ