- Advertisement -
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় বঙ্গবন্ধু সেতুগামী রেললাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত ওই মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত দুইজনই পুরুষ। তাদের বয়ষ ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে একতা এক্সপ্রেস যাওয়ার পর মৃতদেহ দুটি দেখতে পাওয়া যায়।
ওসি জানান, এটি দুর্ঘটনা, নাকি হত্যা তা তদন্ত করা হচ্ছে।