spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

spot_img

 

- Advertisement -

তৌহিদুর রহমান :: চট্টগ্রাম মহানগরীতে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা, একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা, ২০০ পিস ইয়াবা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে থেকে এই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাহেদুল ইসলাম (২৫), মো. শাকিল হোসেন প্রকাশ রনি (২১) ও মো. সোহেল রানা (২২)। এদের মধ্যে সাহেদুল ইসলামের চারটিরসধমবও রনির দুইটি মামলার আসামি।
নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, ছিনতাইয়ের শিকার মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির করা অভিযোগের গ্রেক্ষিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর চা বোর্ডের সামনে মোশাররফ হোসেন নামের ওই ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ