সিলেটে শিশু ধর্ষণ, কিশোর আটক

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় পুলিশ এক কিশোরকে (১৪) আটক করেছে।

সোমবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভিকটিম শিশুটি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ওসিসিওতে ভর্তি রয়েছে। গত রোববার দুপুরের দিকে উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতালপাড় (বিলাজুর) গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশুকে বাড়িতে রেখে তার বাবা-মা তাদের অপর শিশু কন্যাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

এই সুযোগে এই ধর্ষণের ঘটনা ঘটে। প্রথমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও স্থানীয় লোকজন প্রতিবাদে সোচ্চার হওয়ায় তা সম্ভব হয়নি। ধর্ষণের ব্যাপারে ভিকটিমের পিতা এজাহার দিবেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

সর্বশেষ