প্রিয়সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে বাসায় ফেরার পথে গৃহবধূকে (২২) রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, জেলার রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই গৃহবধূ।
সেখানে থেকে রিকশায় নগরীর চকবাজারের বাসায় যাওয়ার জন্য রওনা হন। মৌলভী পুকুরপাড় এলাকায় এলে তাকে রিকশা থেকে নামিয়ে সড়কের পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে বখাটেরা। পরে রাতে উদ্ধার করে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই নারী এ ঘটনায় মামলা করেছেন। তিনি জানান, ৮ থেকে ১০ জন তাকে ধর্ষণ করেছে।