spot_imgspot_img
spot_imgspot_img

সেতুমন্ত্রীর আশ্বাসে ৭মে পর্যন্ত কোটা আন্দোলন স্থগিত

spot_img

সোমবার,৯ এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন আগামী ৭ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ আজ সোমবার (০৯ এপ্রিল) যোগাযোগ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিকাল সাড়ে ৪টার দিকে এক বৈঠক করেন।

পরিষদের আহবায়ক হাসান আল মামুনের নেতৃত্বে ১৯ সদস্যের এক কমিটি মন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেন। বৈঠকে মন্ত্রী জানান, কোটাব্যবস্থা সংস্কারে আন্দোলনকারীদের দাবিগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। সন্ধা সোয়া ৬টা পর্যন্ত চলা এই বৈঠক শেষে মন্ত্রীর আশ্বাসে পরিষদের আহবায়ক মামুন আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অন্যদিকে কোটাব্যবস্থা সংস্কারে আন্দোলন কর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন লুবনা জাহান, আরজিনা হাসান, লীনা মিত্র, কানিজ ফাতেমা, আফসানা সাফা, একরামুল হক, আল ইমরান হোসাইন প্রমুখ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ