রায়হান হত্যা মামলা পিবিআইতে, বরখাস্ত হওয়া এসআই আকবর লাপাত্তা

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক আদেশে মামলাটি পিবিআইতে দেয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জ্যোর্তিময় সরকার জানিয়েছেন- দুপুরে এক আদেশে মামলাটি পিবিআইতে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে মামলাটি পরিচালনা করবে পিবিআই। তিনি জানান, তবে বিকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান উদ্দিন। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তান্নী বাদি হয়ে সোমবার সিলেটের কোতোয়ালী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

এদিকে আলোচিত এ ঘটনার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ ৪ পুলিশ সদস্যকে সোমবার বিকালে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকাল থেকে আকবরকে পুলিশ খুঁজলেও পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র।

সর্বশেষ