চট্টগ্রাম জিইসি এলাকায় বেসরকারী টিভি চ্যানেল একত্তর টিভির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার সময় সাংবাদিক নেতাদের হাতে আটক হয়েছে দুই কথিত ভুয়া সাংবাদিক। নগরীর জিইসি মোড় এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টায় হকারদের থেকে একাত্তর টিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় ভুয়া সাংবাদিকদের হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা। আটককৃতরা হলেন- মো. রেজাউল হক (৩৬)। তার পিতার নাম মমিনুল হক। তার বাড়ি চট্টগ্রামের সাগরিকার নাহার মঞ্জিলে। অপরজন হলেন জাকির হোসেন (৩০)। তার পিতার নাম শফিক আলম।তিনি চট্টগ্রামের ফ্রি-পোর্টের লেবার কলোনিতে থাকেন। আটককৃত দুইজনেই ভুঁইফোড় অনলাইনে কাজ করে বলে জানিয়েছে খুলশি থানা পুলিশ। এসব ভুয়া সাংবাদিকের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন অখ্যাত অনলাইন টেলিভিশন ও একাধিক পত্রিকার আইডি কার্ড এবং ক্যামেরাসহ যাবতীয় সরঞ্জাম পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে গোপন পেন ক্যামেরাও। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘একাত্তর টেলিভিশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছিল দুই ভুয়া সাংবাদিক। এ খবর পেয়ে ঘটনাস্থল জিইসির মোড়ে ছুটে যাই। টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিবের নেতৃত্বে টিভি ক্যামেরা জার্নালিস্ট এদের হাতেনাতে ধরেছে। এমন ভুয়া সাংবাদিকদের উৎপাতে অতিষ্ঠ মানুষ। একজনের ব্যাগ হাতড়ে পাওয়া যায় টেলিভিশন ও একাধিক পত্রিকার আইডি কার্ড। ক্যামেরা, গোপন পেন ক্যামেরা ইত্যাদি যাবতীয় সরঞ্জামসহ মধ্যরাতে তাদের পুলিশে সোপর্দ করেন টিভি ক্যামেরা জার্নালিস্টরা। এসময় ভুক্তভোগী একজন জানায়, ৭১ বাংলাদেশ নামক একটি ভুঁইফোড় অনলাইনের স্টিকার সম্বলিত একটি সাদা মাই রোড ক্যারিনা প্রাইভেট কারে করে প্রতিনিয়ত চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান সহ ভয় ভীতি দেখিয়ে একাত্তর টিভি নাম করে চাঁদাবাজি করে আসছিল এ চক্রটি।