জিদানের পর রিয়াল ‌‘ছাড়ছেন’ রোনালদো!

 

- Advertisement -

পুরো ফুটবল বিশ্বকে অবাক করে হঠাৎ করেই রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিলেন জিনেদিন জিদান। তবে এবার পর্তুগীজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোও ভাইকিংদের ঘর ছাড়ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই গুঞ্জনে আরও ঘি ঢেলেছে রিয়াল মাদ্রিদ।

কারণ রিয়ালের নতুন মৌসুমের জার্সি উন্মোচন হয়েছে। প্রকাশ করা হয়েছে ভিডিও ক্লিপও। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে নেই রোনালদো। আর এতেই রিয়ালে সিআর সেভেনের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছে।

শোনা যাচ্ছে, রিয়াল কর্মকর্তারা রোনালদো এবং গ্যারেথ বেলকে বিক্রি করে নেইমারকে দলে নিতে চান। পর্তুগিজ তারকাকে ছেড়ে দিলে মার্কেটিং ও স্পন্সরশিপ নিয়ে চাপে পড়বে রিয়াল। সেই ক্ষতি রিয়াল পুষিয়ে উঠতে পারবে কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইউরোপের কয়েকটি ক্লাব।

এদিকে ইতালির একটি দৈনিকের দাবি, রোনালদোকে পেতে ৫২০ কোটি ডলার খরচ করতে প্রস্তুত পিএসজি। বার্সেলোনায় এই অর্থই পেয়ে থাকেন লিওনেল মেসি। সব মিলিয়ে বিশ্বকাপের আগে রোনালদোর দলবদল নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে।

সর্বশেষ