কাল শেষ হচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেয়া ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠছে বুধবার। এর ফলে আগামীকাল রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার শেষে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা।

ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে। নির্দিষ্ট এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর ও এই সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছিল।

সর্বশেষ