মিশরের ফুটবলার মোহাম্মদ সালাহকে ইনজুরিতে ফেলে একের পর এক বিপদে পড়তেই হচ্ছে ফুটবলের ব্যাড বয় নামে পরিচিত সার্জিও রামোস।
তার ট্যাকেলে বিশ্বকাপে অনিশ্চিত সালাহ। চোট গুরুতর না হলেও তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মিশরীয় এই তারকাকে। কাঁধের পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপে মিশরের হয়ে প্রথম দুটি ম্যাচে সালাহ’র না থাকার সম্ভাবনাই বেশি। আর এই চোটের জন্য যার দিকে ফুটবল বিশ্বের অনেকেই যাকে ‘দোষ’ দিচ্ছে সেই সার্জিও রামোসও রয়েছেন বেশ চাপে।
স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুয়ায়ী, খুনের হুমকি পাচ্ছেন রিয়াল অধিনায়ক। একবার নয়, ফোনে বারবার খুনের হুমকি পেয়ে নাকি ফোন নাম্বার পাল্টে ফেলেছেন রামোস স্প্যানিশ ডিফেন্ডার। এসব ফোন কল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শুধু তাই নয়, মিশরীয় সংবাদমাধ্যমে রামোসের তুমুল সমালোচনা করা হয়েছে। পাশাপাশি মিশরীয় এক আইনজীবী তার বিরুদ্ধে মোটা টাকার মামলা ঠুকেছেন। মিশরের অলিতে গলিতে এখন রামোসের বিরুদ্ধে প্রতিবাদধ্বনি উঠতে শুরু করেছে।