শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

হাটহাজারীতে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

 

- Advertisement -

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগার মাইল এলাকা থেকে অজ্ঞাত (২৬) এক তরুণের মরদহে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকাল ৪টার দিকে ওই এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার উপপরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির হোসেন বলেন, ‘স্থানীয়রা লাশটি পানিতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাশের পরনে ছাই রঙের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট ছিল। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।’

সর্বশেষ