উদ্যোক্তা হোন দারিদ্র্য ঠেকান,দেশের উন্নয়ন হবে বেগবান “সুকন‍্যা”উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ।

 

- Advertisement -

ওসমান হোসাইন কর্ণফুলী চট্টগ্রাম :: বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি নিতে! চাকুরী না খুজে চাকুরী দেব এই মনমানসিকতা নিয়ে এক ঝাক তরুণী দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবিস্থত স্বেচ্ছাসেবী মহিলাদের সংগঠন “সুকন্যা” আয়োজনে বিগত ১১ নভেম্বর হইতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিচালিত, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)সহযোগিতায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রথম কর্ণফুলী উপজেলায় ২০ জন নারী উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু করেন তারই সমাপনী সনদ বিতরণ আজ ২৫ শে নভেম্বর বিকাল ৪ ঘটিকায় কর্ণফুলী উপজেলা সন্মেলন কক্ষে “সুকন্যা” সিইও কর্ণফুলী উপজেলা এনজিও ফোরামের প্রধান সমন্বয়ক মুহাম্মদ ওসমান হোসাইন সঞ্চালনায় “সুকন্যা’র সভানেত্রী খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কর্ণফুলী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশি ও জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুলধা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক আহমদ “মমতা” এনজিও সহকারী পরিচালক মোহাম্মদ মনজুরুল আলম মন্জু প্রমূখ। প্রধান অতিথি আলহাজ্ব ফারুক চৌধুরী বলেন নারী সমাজ কে বাদ দিয়ে কোন দিন দেশ এগিয়ে যেতে পারবে না। জননেত্রী যে মিশন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে নারী সমাজকে এগিয়ে আসতে হবে তাই প্রধান মন্ত্রী যে শ্লোগান অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ উদ্যোক্তা তে সমৃদ্ধ দেশ,অভাব মোদের হবে শেষ ! নারী উদ্যোক্তা তে উন্নতি বাড়বে দেশের সার্বিক প্রবৃদ্ধি । সুকন্যা দীর্ঘদিন যে উদ্যোক্তা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে তাহা কর্ণফুলী বাসী চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের উদ্যোগ আগামীতে কর্ণফুলী উপজেলায় এই ধরনের আয়োজন অব্যহত রাখার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ