চট্টগ্রামে নগদ টাকাসহ দুই চাঁদাবাজ গ্রেফতার

 

- Advertisement -

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরীতে নগদ টাকাসহ দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। একই সাথে তাদের কাছ থেকে লোহার রড ও চুল কাটার মেশিনও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ রাশেদুল ইসলাম (১৯) ও মোঃ নাঈম ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, সায়েম খান (২২) নামে এক চাকুরীজীবি গ্রেফতার রাশেদুল ইসলামের সথে বায়েজীদ থানাধীন কুলগাঁও আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসায় পড়া লেখা করার সুবাদে তাহার পরিচয় হয়। গত ২৭ নভেম্বর সায়েম খান কেনা-কাটার জন্যে নিউ মার্কেট এসেছে জানতে পেরে রাশেদুল তার সাথে দেখা করতে বললে তিনি রিয়াজ উদ্দিন বাজারস্থ ইলেক্ট্রিক গলির প্রবেশ মুখে হাতের বাম পাশে মোঃ রাশেদুল ইসলামের মা-বাবার দোয়া শুটকীর দোকানে গিয়ে দেখা করে। সেখানে গ্রেফতারকৃত মোঃ নাঈম উদ্দীনের সাথেও তার দেখা হয়। কথা বার্তার একপর্যায়ে রাশেদুল সায়েম খানকে গগন মার্কেটের ২য় তলায় নিয়ে যায় এবং সে অন্য আসামীকে বাসায় যেতে বলে। ওই দিন রাতে রাশেদুল সায়েম খানকে বাসায় নিয়ে গিয়ে কোন কথা বার্তা ব্যতীত এই তোর কাপড় খুল বলে কোমড়ের বেল্ট দিয়ে এবং গায়ে ও হাতে স্টীলের রড দিয়ে সজোড়ে আঘাত করে। তিনি ভয়ে পড়নের কাপড় খুলতে থাকে। এরই মধ্যে আসামী নাঈম (১৬) উক্ত কক্ষে এসে রাশেদ এর সাথে সুর মিলিয়ে সায়েম খানকে গালিগালাজ করে এবং রাশেদ কে নগ্ন অবস্থায় ভিডিও ধারণ করতে বলে। আসামী নাঈম তাকে চেপে ধরলে আসামী রাশেদ উক্ত কক্ষে থাকা চুল, দাড়ি কাটার ইলেকট্রিক ট্রীমার মেশিন দিয়া তাহার মাথার চুল কেটে দেয় এবং সম্মতি ব্যতিরেকে তার সাথে থাকা মোবাইল ফোনে সায়েমের নগ্ন শরীরের ভিডিও ধারণ করে। ভিডিও ধারণ শেষে উক্ত ভিডিও ফুটেজ তাহার আত্মীয়-স্বজন ও পরিচিত লোকজনদের কাছে পাঠাইয়া মান-সন্মান ক্ষুন্ন করবের্ হুমকি দিয়ে দশ হাজার টাকা চাঁদা দাবী করে। তিনি নিরুপায় হয়ে হাটহাজারী থানাধীন এনায়েতপুরে বসবাসকারী তার ফুফি খালেদা বেগম (৩৫) এর কাছ থেকে ১০ হাজার টাকা গ্রহন করে। এ বিষয়ে মামলা দায়েল করা হলে মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ