মঙ্গলবার,১০এপ্রিল,২০১৮
প্রিয় সংবাদ ডেস্ক : লাইফ সাপোর্টে নেয়া হয়েছে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনকে। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং নিউরোলজিক্যাল অবস্থার অবস্থার অবনতি হওয়ায় রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের প্রবল চাপে রাজীবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।