আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধ করতে হবে: চরমোনাই পীর

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটি মহল গালিগালাজ করে সরকার ও ইসলামপন্থীদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ইসলামবিরোধী এ চক্রটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

সোমবার বিকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় চরমোনাই পীর এসব কথা বলেন।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

সর্বশেষ