প্রিয়সংবাদ ডেস্ক :: জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম জেলা ও ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশন,এনপিও এর যৌথ উদ্যোগে উৎপাদনশীলতার উন্নয়নে জাপানি ব্যবহারিক 5s -ভূমিকা শীর্ষক কর্মশালা সমাপনী অদ্য ১৯শে ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় স্থানীয় চট্টগ্রাম জেলা (নাসিব) অস্থায়ী হলে চট্টগ্রাম জেলা নাসিব সভাপতি নুরুল আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিব চট্টগ্রাম জেলা উপদেষ্টা সৈয়দ এ,এস,এম নুর উদ্দিন,বিশেষ অতিথি নাসিব চট্টগ্রাম জেলা সহসভাপতি এস, এ সেলিম,কর্মশালার (এনপিও) উধ্বতন গবেষণা কর্মকর্তা মোছাম্মৎ ফাতেমা বেগম, (এনপিও )ট্রেনার রিপন সাহা, তরুণ উদ্যোক্তা” সুকন্যা”সিইও ওসমান হোসাইন প্রমূখ। বক্তব্য রাখেন উদ্যোক্তা আব্দুল্লাহ আল জুবায়ের,নারী উদ্যোক্তা নুসরাত হোসাইন,আমেনা বেগম,নাজমা ইকরাম, কর্মশালায় সর্বমোট ত্রিশ জন উদ্যোক্তা ব্যাবসায়ী অংশ গ্রহণ করেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা উন্নয়নে 5s জাপানি শব্দ থেকে উৎপত্তি, কর্মশালা বাংলা অর্থ “প্রয়োজনীয়,পরিকল্পিত,পরিস্কার, নির্দিষ্ট মান বজায় রাখা,টেকসই করা”, কোন বিকল্প নেই, জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা গঢ়তে জননেত্রী শেখ হাসিনার মিশন ২০৪১ সাল উন্নত দেশে সোনার বাংলা ইনশাআল্লাহ যাত্রায় ব্যাবসায়ীকে পরিকল্পনা করে ব্যাবসা এগিয়ে নিতে প্রশিক্ষণ,কর্মশালা সমাপনী সঞ্চালনায় নাসিব,চট্টগ্রাম জেলা সদস্য মিজানুর রহমান পাটোয়ারী।