প্রিয়সংবাদ ডেস্ক :: সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় তিন ছাত্রদল কর্মীকে আটক করা হয়। আহত হয়েছে ৫/৬ জন নেতাকর্মী। আটককৃতরা হলেন,মনিরুজ্জামান, মোজাম্মেল হক মনজু ও তহিদুল ইসলাম সুমন। আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে কাজীর দেউরি এলাকায় এ ঘটনা ঘটে।
নবগঠিন নগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে পার্টি অফিস থেকে বের হওয়ার মুহূর্তে পুলিশ অতর্কিত হামলা চালায়। এসময় যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন,মাহামুদুর রহমান বাবু ইসমাইল,বাপ্পীসহ বেশ কয়েকজন আহত হন এবং মন্জুরুল আলম, মনিরুজজামান শায়ন,পাহাড়তলী কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম শিপন৩/৪ জন কে গ্রেফতার করে
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অনুমতি ছাড়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।