কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি : কর্ণফুলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সেচ্ছাসেবী সংস্থা সুকন্যা’র উদ্যোগে ও “পিডিলাইট “এর সার্বিক সহযোগীতায় সমাজে পিছিয়ে পড়া নারী- পুরুষদের আর্থ-সামাজিক মান উন্নয়ন,আত্মকর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধক মুলক কর্মসুচীর আওতায় হস্তশিল্পের প্রশিক্ষণ কর্মশালার আজ ২০শে জানুয়ারি ২১ সকাল ১০ ঘটিকায় ঐতিহ্যবাহী এ,জে,চৌধুরী বহুু মূখী (কৃষি)উচ্চ বিদ্যালয়ের হল মিলায়তনে স্বাস্থ্য বিধি মেনে প্রশিক্ষণ কর্মশালা”সুকন্যা”সিইও তরুণ উদ্যোক্তা মুহাম্মদ ওসমান হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা ভাইস-চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি এ,জে,চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিলন কান্তি দাশ, বাংলাদেশ বিজনেস ডেভলাপমেন্ট ইর্নচাজ,পিডিলাইট মোহাম্মদ মোশারফ হোসেন, প্রশিক্ষক সৈয়দা আরজোমান সুলতানা আরজু, খালেদা বেগম। বক্তব্য রাখেন রাহেলা আকতার, মোস্তফা খাতুন লাকি,ফাতেমা ইব্রাহিম নাদিয়া, তারিন আকতার জিকু প্রমূখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন “সুকন্যা”দীর্ঘদিন কর্ণফুলী উপজেলায় উদ্যোক্তা সৃষ্টি লক্ষ্যে কাজ করে যাচ্ছে আজকে যে ৫০ জন উদ্যোক্তা প্রশিক্ষণ ও তারই অংশ বিশেষ আমি ব্যাক্তিগত ও কর্ণফুলী উপজেলা পরিষদ পক্ষ থেকে তাদের উদ্যোগ কে ধন্যবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনার মিশন উদ্যোক্তা সৃষ্টির যে পদক্ষেপে বিরাট ভূমিকা রাখবে “সুকন্যা’র এই উদ্যোগ আমি যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।