করোনায় আক্রান্ত আগুয়েরো

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক ::  ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্গিও আগুয়েরো করোনা পজিটিভ হয়েছেন। ৩২ বছর বয়সি আগুয়েরো টুইটারে জানিয়েছেন, আইসোলেশনে রয়েছেন তিনি।

লিখেছেন, ‘করোনার লক্ষণ ছিল আমার শরীরে। সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সবাই সতর্ক থাকুন।’ এ মৌসুমে আগুয়েরো পাঁচ ম্যাচে সব মিলিয়ে মাত্র ১৪১ মিনিট খেলেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে বুধবার রাতে সিটির ২-০ গোলে জয় পাওয়ার পর আগুয়েরোর অসুস্থতার খবর পেলেন কোচ গার্দিওলা।

সর্বশেষ