রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

 

- Advertisement -

চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ নামোটোলা গ্রামের গাজলুর রহমানের ছেলে আবু সাইদ সবুজ(২৪) ও অপরজন বাগেরহাট জেলার কুমারখালি মোড়লগঞ্জ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আক্কাস আলী (৪৫)।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন, কাতারের ১৫ রিয়েল মুদ্রা, কোরিয়ান মুদ্রা ১০,০০০ উইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

সর্বশেষ