spot_imgspot_img
spot_imgspot_img

কর্ণফুলীতে শোকের ছায়া ঘন কুয়াশায় নৌকাডুবি: নিহত ১,নিখোঁজ :১

spot_img

 

- Advertisement -

মোহাম্মদ ওসমান, কর্ণফুলী (চট্টগ্রাম ) প্রতিনিধি::  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থানাধীন শাহমীরপুর কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে মারা গেছেন সৈকত বড়ুয়া (২৮)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭,৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেই সময় ঘনকুয়াশা চাঁদের ঢাকা ছিল কর্ণফুলী নদী, মাঝি অদক্ষতা এবং অতিরিক্ত যাত্রী বোঝাই কারণে দূর্রঘটনা ঘটেছে বলে প্রত‍‍্যক্ষদশী মুহাম্মদ ওসমান, ইফতেখার আলম সোহেল জানান। সৈকত কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমিরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি নগরে কর্মস্থলে আসার জন্য প্রতিদিনের মতো নৌকায় উঠেছিলেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৈকতের মামাত ভাই পলাশ বড়ুয়া বলেন, নৌকাডুবিতে তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে আনার খবর পেয়ে পাড়াপ্রতিবেশীদের সঙ্গে আমরাও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে আসি। এসে সৈকত বড়ুয়ার মরদেহ পাই। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে নৌকাডুবির পর সৈকত বড়ুয়াকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজ রয়েছেন উক্ত গ্রামের মোহাম্মদ মারজান প্রথম পুত্র অভি (২২) এক যুবক শাহমীরপুর গ্রামে শোকের ছায়া নেমছে খবর পেয়ে দ্রুত ঘঠানাস্থল পরিদর্শনে ছুটে যান কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ও কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি ভূইঁয়া, শোকসন্তপ্ত পরিবারের কে সমবেদনা জানান।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ