চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে ঢাকায় পৌঁছবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব সিঙ্গাপুর যান। মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সেখানে গিয়েছেন।

বিএনপি মহাসচিব সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে চিকিৎসা নিয়েছেন। তার ঘাড়ের নার্ভে ব্লক ধরা পড়ায় গত সোমবার তিনি এন্ডোসকপি করান।

সর্বশেষ