রবিবার, ১০ নভেম্বর ২০২৪
spot_img

চট্টগ্রাম কর্ণফুলীতে পড়ে গিয়ে বিদেশি জাহাজের ক্যাপ্টেন নিখোঁজ

কণর্ফুলী নদীতে পড়ে গিয়ে বিদেশি জাহাজের এক ক্যাপ্টেন নিখোঁজ হয়েছেন। ওই ক্যাপ্টেনের নাম মার্কোপোলস ভেসিলিয়াস। তিনি গ্রিসের নাগরিক। গতকাল সোমবার দিনগত রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের সাত নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভানিয়া নামক ওই জাহাজটি সোমবার বিকেলে চীন থেকে স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে বন্দর জেটিতে ভিড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্ণেল মো. আবদুল গাফফার।

তিনি জানান, জাহাজের পানির নিচের অংশ পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ৫৭ বছর বয়সী ওই ক্যাপ্টেন। দুর্ঘটনার সময় কর্ণফুলী নদীতে ভাটা ছিল। জাহাজ থেকে নাবিকেরা বয়া ছুঁড়ে দিলেও তীব্র স্রোতের কারণে ক্যাপ্টেন তা ধরে রাখতে পারেননি।
স্রোতে পানির নিচে তলিয়ে নিখোঁজ হন তিনি।

দুর্ঘটনার পরপরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব জলযান নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি-১২ উদ্ধার অভিযান চালায়। কিন্তু এখনো পর্যন্ত তার হদিস মেলেনি।

সর্বশেষ