spot_imgspot_img
spot_imgspot_img

৭ বারের চসিক কাউন্সিলরের মৃত্যু, প্যানেল মেয়র নির্বাচন স্থগিত

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক ::  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাতবারের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। কাউন্সিলর গোলাম হায়দারের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি মিন্টু কমিশনার হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে আজ বেলা ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কাউন্সিলর গোলাম হায়দারের মৃত্যুতে এই নির্বাচন স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন ও জহর লাল হাজারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়েছিলেন গোলাম হায়দার। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি করোনা থেকে মুক্তও হয়েছিলেন। তবে গত কয়েকদিন তার বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। এ জন্য তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

১৯৭৭ সালে প্রথম কমিশনার নির্বাচিত হন গোলাম হায়দার। সবশেষ গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ