দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা-সলিহ

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপর দিকে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহামেদ সলিহ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। বৈঠকে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে দুই নেতা কিছু সময় একান্ত বৈঠক করেন। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে‘ টাইগার গেট’ এ প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। বৈঠকে বেশকিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা যাচ্ছে।

সর্বশেষ