চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। চলছে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ।
শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই ভবন বর্ধিত করতে যাচ্ছিলেন মালিক। পাইলিং করতে গেলে ভবনটি হেলে পড়ে।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দীন বলেন, হেলে পড়া ভবনটি ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভবনে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

সর্বশেষ