সরকারের বর্বর শাসনে কাতরাচ্ছে মানুষ: মির্জা ফখরুল

প্রিয় সংবাদ ডেস্ক :: বাংলাদেশের মানুষ এখন আওয়ামীলীগের বর্বর শাসনে কাতরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

বুধবার বিকেলে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দাও জানান।

আওয়ামী লীগ সরকার সারা দেশকে নরকপুরীতে পরিণত করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে।

এসময় আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ ও মানুষকে বাঁচাতে জনগণের পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

রমজান মাসে বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে পুলিশি গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন ফখরুল।

সর্বশেষ