বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রাম আদালতে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

 

- Advertisement -

মাদকের মামলায় মো. জাহিদ হোসেন রুবেল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহাদাত হোসেন ভুঁইয়া এ রায় দেন। একই রায়ে আদালত এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অজয় বোস রিংকু এ তথ্য জানিয়েছেন। রুবেলের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার দামতি এলাকায়। বর্তমানে সে পলাতক রয়েছে।

অজয় বোস রিংকু বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুটি পৃথক অভিযোগে আসামিকে শাস্তি দিয়েছেন। এরমধ্যে ১৭৯ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন। ২ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।’ উভয় সাজা একই সঙ্গে কার্যকর হবে।’

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ১৭৯ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ রুবেলকে আটক করে র‌্যাব। পরে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে রুবেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। একই বছরের ৩ জুলাই ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০১৩ সালের ১ এপ্রিল রুবেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে ২০১২ সালের ১৯ নভেম্বর জামিনে কারাগার থেকে ছাড়া পায় রুবেল। তখন থেকে সে পলাতক রয়েছে।

সর্বশেষ