প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রাম নগরীর এক গার্মেন্টস ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে বায়েজিদ থানার উপ-পরিদর্শক ছোটন শর্মার বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সুমন খান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বরাবর অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (৪ মে) সিএমপি কমিশনার দপ্তরে এসবি এপারেলস নামের গার্মেন্টের মালিক সুমন খানের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি সোমবার (৩ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম শহর থেকে বালুচড়া যাওয়ার পথে অক্সিজেন মোড়ে ট্রাফিক পুলিশের সংকেত পেয়ে তার গাড়িটি থামান। তার গাড়ি থামলে পিছন থেকে আরেকটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। তিনি গাড়ি থেকে নেমে কর্তব্যরত ট্রাফিক সদস্যদের বিচার দিলে তারা সুমন খানের ওপর চড়াও হন। তাদের সাথে যুক্ত হন বায়েজিদ থানার এসআই ছোটন শর্মা।
সুমন খানকে টেনে হিঁচড়ে দুর্ব্যবহার করে এসআই ছোটন শর্মা অক্সিজেন মোড় পুলিশ বক্সে নিয়ে যান। সেখানে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অগত্যা পাঁচ হাজার টাকা ছোটন শর্মাকে দিয়ে সেখান থেকে ছাড়া পান বলে অভিযোগ উল্লেখ করেন সুমন খান।
এদিকে অভিযোগ অস্বীকার করে এসআই ছোটন শর্মা বলেন, থানার ওয়্যারলেসে কল আসে- অক্সিজেন মোড়ে ট্রাফিক সদস্য ও সার্জেন্টদের সাথে কার যেন ঝামেলা হয়েছে। আমাকে থানা থেকে ওখানে পাঠানো হয়। আমিও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
তিনি বলেন, ‘আমাদের নিয়ম হলো, ট্রাফিক বিভাগ মামলা দিলে আমরা আসামি থানায় নিয়ে আসবো। কিন্তু ট্রাফিক বিভাগ যেহেতু মামলা দেয়নি সেখানে আমাদের কোন ভূমিকা রাখার সুযোগ ছিল না। ট্রাফিক বিভাগের সাথে সুমন খানের সমস্যা হয়েছে। তা উনারা মিটিয়ে এক সাথে ইফতারও করেছেন। এমন মিথ্যা অভিযোগ কেন করছে করছেন সেটা সুমন খান বলতে পারবেন।’
এছাড়া এপ্রিলের শুরুর দিকে রাহুল বড়ুয়া নামে এক পিকআপ চালককে মারধর করে একই কায়দায় মামলার হুমকি দিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ আছে বায়েজিদ থানার উপ-পরিদর্শক ছোটন শর্মার বিরুদ্ধে।
সূত্র:: চট্টগ্রাম প্রতিদিন