চট্টগ্রাম বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত তিন

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক ::  বাঁশখালীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার প্রধান সড়কের বৈঁলগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের তাৎক্ষণিক নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর আলম বলেন‘বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে বাঁশখালীমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও দুই যাত্রী।’

ট্রাকটি এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য সিমন্টে নিয়ে গÐামারা যাচ্ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। তিনজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার ওসি মো. শফিউল কবির।

সর্বশেষ