প্রিয় সংবাদ ডেস্ক :: সাবেক জাতীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমির শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। শনিবার এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক।
সাবেক এমপি শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শূরা সদস্য। কোন মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে তা জানেন না চট্টগ্রামের জামায়াত নেতারা।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেনও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি যে কোন মামলায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার দেখানো হবে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘হাটহাজারীতে হেফাজতে ইসলামের নাশকতার সাথে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। শুক্রবার রাতে সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করাচ হয়।