spot_imgspot_img
spot_imgspot_img

চলবে দূরপাল্লার বাস, বিধিনিষেধের সময় বাড়ল

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক ::  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন বাড়ানো হয়েছে আরো এক সপ্তাহের জন্য। তবে এ দফায় আন্তঃজেলা গণপরিবহন চলাচলের সুযোগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বেড়েছে এ মেয়াদ।

তবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। একই সাথে হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে। এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। ওই সময়ে বিধিনিষেধের শর্তেও নানান পরিবর্তন আনা হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ