প্রিয়সংবাদ ডেস্ক :: অবশেষে কঠোর লকডাউনের মধ্যেই খুলছে রফতানিমুখী শিল্পকারখানা। আগামী রোববার (১ আগস্ট) থেকে সকল রফতানিমুখী শিল্পকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভুত থাকবে।
- Advertisement -
শুক্রবার (৩০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রফতানিখাতসহ সব ধরনের উৎপাদনমুখী শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘যতো শিগগির সম্ভব দেশের সব রফতানিখাতসহ সব ধরনের উৎপাদনমুখী শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া প্রয়োজন। অন্যথায় রফতানিখাতের অর্ডারসমূহ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সব প্রকার রফতানি বাণিজ্য। পণ্য সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে।