spot_imgspot_img
spot_imgspot_img

গৃহকর্মী পেটানোর দায়ে নায়িকা একা আটক, বাসায় মিলল ইয়াবা-গাঁজা

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: গৃহকর্মীকে পেটানোসহ নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। রাজধানীর রামপুরায় চিত্রনায়িকার বাসা থেকে ইয়াবা, বিদেশী মদের বোতল ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হবে।

এর আগে নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯-এ অভিযোগ যায়। ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়। সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর একাকে আটক করে পুলিশ।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, ইয়াবা গণনার কাজ চলছে। আহত গৃহকর্মীর প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এলে একার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হবে।

আগামীকাল রোববার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ