প্রিয়সংবাদ ডেস্ক :: চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বর্তমান কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সেই ২০১৭ সালে চিহ্নিত করেছিলেন যে দুর্বৃত্তের দৌরাত্ম্য, সেই লোকটি এরপরও থেমে থাকেনি। বরং পুলিশের কোনো কোনো কর্মকর্তার যোগসাজশে কখনও তিনি ট্রাফিক পুলিশ, কখনও ট্রাফিকের টেন্ডল (ক্যাশিয়ার), কখনও আবার কথিত ‘অনলাইন টিভি’র চেয়ারম্যান— এমন সব পরিচয়ে বিস্তৃত করেছেন চাঁদাবাজির জাল। নাম তার শাহাদাত হোসেন ওরফে রাজু। ২০১৪ সালের ৫ জানুয়ারি মহানগর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের বাসায় সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠককালে রাজুকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। তিনমাস কারাভোগের পর বেরিয়ে ফের নগরীর সল্টগোলা ক্রসিং মোর টেন্ডল হিসেবে যোগ দেন রাজু। টেন্ডল রাজু ইংরেজিতে “রাজপাখি’ নামে ফেইসবুক আইডি খোলে বিভিন্ন সময় বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার,বিষোদগার এবং বিএনপির গুণকীর্তন গেয়ে ফেইসবুক পোস্ট দেয়ার তথ্য পাওয়া গেছে। এরপর ২০১৯ সালের জুলাইয়ে আগ্রাবাদের চৌমুহনী হোটেল হক টাওয়ারের এক পোশাককর্মীকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে শাহাদাত হোসেন রাজু। নগরীর ডবলমুরিং থানায় এ ঘটনায় ধর্ষিত নারী বাদী হয়ে শাহাদাত হোসেন রাজুর নামে বাদী হয়ে মামলা করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ কারাভোগের পর এখন ভুয়া একটি অনলাইন পোর্টাল এন প্লাস টিভি খুলে নিজেকে রাতারাতি সম্পাদক বানিয়ে ফেলেন। আর টেন্ডল রাজুর স্ত্রী বণে যান ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার পিংকি। চট্টগ্রামে শত শত গাড়িতে ভুয়া অনলাইন এন প্লাস ‘টিভি’র স্টিকার সেঁটে ট্রাফিক টেন্ডল রাজুর চাঁদাবাজি নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় প্রতিবেদন প্রচারিত হয়। অনুসন্ধানে জানা যায় নোয়াখালী জেলার সুধারাম থানার ভাটিরটেক গ্রামের আবদুল মালেকের ছেলে শাহাদাত হোসেন রাজু।
https://ctgpratidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/?fbclid=IwAR0lT02kO572J-VW0ejaCtC6HvJkmRazr5dMCfTP6FuCPbg2IdoJo6BOK28