spot_imgspot_img
spot_imgspot_img

পরীমনি রাজ পিয়াসা মৌদের বাসায় সিআইডির তল্লাশি

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় একযোগে তল্লাশি চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার বিকাল তিনটা থেকে তাদের বাসায় একযোগে অভিযান শুরু হয়। বিষয়টিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে পরীমনি, পিয়াসা, মৌ, রাজের বাসায় তল্লাশি করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, বিকালে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির তল্লাশির কথা জানা যায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সেই মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই তার বাসায় তল্লাশি করা হচ্ছে। তল্লাশি শেষে বিস্তারিত জানা যাবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ