সাইফুল ইসলাম: চট্টগ্রাম মহানগরীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে চান্দগাঁও থানার সাধুপাড়ায় অভিযান চালিয়ে সময় ২২০ পিস ইয়াবা টেবলেটও উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী চান্দগাঁও থানার এসআই সুচিত্রা জানান, সাধুপাড়ায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ রাঙ্গুনিয়ার রাজানগরের সুধীর মজুমদারের ছেলে রুবেল মজুমদার (২৭) ও বাঁশখালীর বাণীগ্রামের মন্টু চৌধুরীর ছেলে পলাশ চৌধুরী (২৬) কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।