spot_imgspot_img
spot_imgspot_img

পুলিশের সাথে সংঘর্ষ, বিএনপি’র ২৫ নেতাকর্মী রিমান্ডে

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি’র ২৫ নেতাকর্মীকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হছেছে। এরমধ্যে পুলিশ বাদি হয়ে একটি ও মেট্রোরেল কর্তৃপক্ষ দু’টি মামলা করেছে।

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন।

এরপর তারা উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে পুলিশের সদস্যরা বাধা দেন।

পুলিশ জানায়, ভেতরে প্রবেশের অনুমতি নেই। তখন জোর করে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এই ঘটনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ২০ জন আহত হন।

সূত্র : বাসস

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ