শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে আমিন জুট মিলের শ্রমিককে কুপিয়ে জখম:ছেলে-মেয়েকে মারধর

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরীতে এক শ্রমিককে কুপিয়ে জখম করেছে ইয়াবা ব্যবসায়ীরা। তার নাম মজিরউদ্দিন (৬৫)। এ সময় তার ছেলে -মেয়েকে মারধর করা হয়। বায়েজীদ থানাধীন আমিন কলোনী এলাকায় ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে এ রিপোর্ট লেখাকালীন সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শ্রমিকের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ বিষয়ে বায়েজিদ বোস্তামীর থানার ওসিকে অবগত করলে তিনি চিকিৎসাসেবা সেরে থানায় মামলা করার পরামর্শ দেন।
আহত মজিরউদ্দিনের ছেলে মহিউদ্দিন জানান, বিগত কয়েকদিন থেকে বায়েজিদ থানার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আজিম প্রকাশ ইয়াবা হেঞ্জু তার বাবার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। তার বাবা আমিন জুট মিলের সাধারণ শ্রমিক। মজিরউদ্দিন হেঞ্জুকে চাঁদা দেওয়ার সমর্থ নেই জানালে তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেয়। তারই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সকালে ইয়াবা হেঞ্জু, স্থানীয় ঝিনুর মায়ের ছেলে ফারুখ, শরিফ, রুবেল প্রকাশ ড্রাম রুবেল, নাজিমসহ এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রসহ আতর্কিত তাদের বাসায় হামলা চালায়। বাসায় তার পিতা মজিরউদ্দিনকে পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাবাকে বাঁচাতে আসলে আমি ও আমার বোনকে মারধর করা হয়। এ সময় আমাদের আত্মচিৎকারে এরা চলে যায়। ঘটনার পরপরই বাবাকে দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বাবার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসক বলছেন বাবার অবস্থা আশংকাজনক। তিনি তার বাবা একটু সুস্থ হলে থানায় মামলা করবেন বলে জানান।

সর্বশেষ