শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

আজ লন্ডনে ইফতার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারেক ও ফখরুল

 

- Advertisement -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন লন্ডনে অবস্থান করছেন। আজ ১০ জুন লন্ডনে স্থানীয় বিএনপি আয়োজিত একটি ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। উত্তর লন্ডনের হোটেল রয়েল এজেন্সির এ ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ওই ইফতার পার্টিতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন লন্ডন বিএনপির সভাপতি এমএ মালেক।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ব্যাংকক থেকে লন্ডনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি দেখাও করেছেন। তাদের একান্ত বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলাসমূহ, তার কারামুক্তি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভৃতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে।

সর্বশেষ