- Advertisement -
ক্রিকেট ইতিহাসে কোনো টুর্নামেন্টে প্রথম শিরোপার স্বাদ পেলো বাংলাদেশ। এবারের নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করে সালমাবাহিনী। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনও কোনো টুর্নামেন্টে শিরোপার দেখা পায়নি। রোববার কুয়ালালামপুরের কিনরারা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ১১২/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে ভারত। বল হাতে দুটি করে উইকেট নেন রুমানা আহমেদ ও খাদিজাতুল কোবরা।
জবাবে শেষ বলে জয় নিশ্চিক করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা। আসরে এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়।