কসমেটিকসের প্যাকেটের গায়ে মেয়াদ ঠিকই লেখা আছে। কিন্তু ভেতরে মেয়াদোত্তীর্ণ কসমেটিক পণ্য। বিখ্যাত ব্র্যান্ড ‘ম্যাক’ ‘রেভলন’ এর মত চড়া মূল্যের কসমেটিকস বিক্রি করা হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়। এসব পণ্যের গায়ে নেই কোনো উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের। এভাবে সাধারণ ক্রেতাদের প্রতারিত করছেন অসাধু ব্যবসায়ীরা।
এমনই অভিনব প্রতারণার চিত্র দেখা গেল চট্টগ্রাম নগরীর লাকি প্লাজার বিভিন্ন কসমেটিকসের দোকানে। আজ রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন এবং নওশের ইবনে হালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অনিয়মের চিত্র উঠে আসে। অভিযানে লাকী প্লাজার ৮টি দোকানে অভিযান চালানো হলে দুটিকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তাছাড়াও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ কসমেটিক জব্দ ও ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বলেন, ‘অভিযান পরিচালনায় গিয়ে দেখি, লাকী প্লাজার বিভিন্ন কসমেটিকসের দোকানে উৎপাদনের তারিখ ও মেয়াদ কোনোটিই নেই, এমন পণ্য বিক্রি করা হচ্ছে। অথচ কসমেটিকসের মত স্পর্শকাতর পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ থাকা বাধ্যতামূলক। এমন অপরাধে একটি দোকানকে পাঁচ হাজার এবং আরেকটি ৫০০ টাকা জরিমানা করা হয়।’
তিনি বলেন, ‘ধারনা করা হচ্ছে বিদেশী নামিদামি বিভিন্ন ব্রান্ডের পণ্য নকল করে বাজারে সরবরাহ করা হচ্ছে। ফলে কোনো মেয়াদ উল্লেখ নেই। ভোক্তারা মোড়কের গায়ে সঠিক মেয়াদ দেখে পণ্য না কিনলে প্রতারিত হবে। প্রথমবারের মত সবাইকে মাইকিং করে সতর্ক করা হয়েছে।’