spot_imgspot_img
spot_imgspot_img

ঘূর্ণিঝড়ে ১০ ট্রলার ডুবি, বঙ্গোপসাগরে ২৫ জেলে নিখোঁজ

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজের সংখ্যা আরো বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুলের বরাতে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াসের নাম জানা গেছে।

নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে তিনি জানান। সকাল দশটা পর্যন্ত ৩০ জেলে উদ্ধার করতে পারলেও ২৫ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তবে ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ