spot_imgspot_img
spot_imgspot_img

রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

spot_img

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: দক্ষিণ ইউক্রেনের বেরডিয়ানস্ক বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়।

এর আগে ইউক্রেনের বেরডিয়ানস্ক বন্দরটি রুশ বাহিনী দখল করে নেয়। বন্দরটি দখলের পর এখানে বেশ কিছু রুশ যুদ্ধজাহাজ নোঙর করা ছিলো।

ইউক্রেনীয় সামরিক বাহিনী বিবৃতিতে জানায়, বন্দরটিতে নোঙর করা রুশ যুদ্ধজাহাজ ‘ওরস্ক’ তারা ধ্বংস করেছে।

বিবৃতিতে জানানো হয়, ওরস্ক ধ্বংসের সাথে সাথে আরো দুইটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন হাজার টনের একটি জ্বালানি ট্যাঙ্কও ধ্বংস হয়েছে।’

এতে বলা হয়, ‘আগুন শত্রুর গোলাবারুদের গুদামেও ছড়িয়েছে। দখলদারদের ক্ষয়ক্ষতির বিস্তারিত স্পষ্ট করা হয়েছে।’

তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী কিভাবে এই জাহাজ ধ্বংস করেছে, তার বিস্তারিত কিছুই বিবৃতিতে জানানো হয়নি।

এর আগে রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণের পর আগুন লাগার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।

এদিকে বৃহস্পতিবার বিস্ফোরণের পর রুশ নৌযানগুলো বেরডিয়ানস্ক বন্দর ছাড়ছে বলে খবর জানানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

সূত্র : সিএনএন

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ