প্রিয়সংবাদ ডেস্ক :: ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির বিরুদ্ধে একজোট হয়ে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ মিত্রদেশগুলো। যার ফলস্বরূপ রাশিয়ার মুদ্রা রুবলের অস্বাভাবিক দরপতন হয়েছে। রাশিয়ার অর্থনীতি যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্বীকার করছেন খোদ দেশটির দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তারাও।
এবার সেটা নিয়েই কটাক্ষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রায় সাথে সাথেই রুবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”
এছাড়া, রাশিয়ার অর্থনীতি অর্ধেক হয়ে যাওয়ার পথে বলেও মন্তব্য করেছেন বাইডেন। বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকা থেকে রাশিয়া অনেকদূর ছিটকে পড়বে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট বাইডেন।
বাইডেন বলেছেন, “এই (ইউক্রেনে) আক্রমণের আগে এটি (রাশিয়ার অর্থনীতি) বিশ্বের ১১তম বৃহৎ অর্থনীতি হিসেবে স্থান করে নিয়েছিল। কিন্তু শীঘ্রই, এটি শীর্ষ ২০-এর মধ্যেও স্থান পাবে না।