প্রিয়সংবাদ ডেস্ক :: ‘উপরে ফিটফাট ভেতরে সদরঘাট’ উক্তির শতভাগ যৌক্তিকতা মিললো চট্টগ্রামের দেওয়ানহাট আলিফ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি উপরে দেখতে যেমন চাকচিক্য ভেতরে ঠিক তার উল্টো নোংরা আর আবর্জনার ভাগাড়। শুধু নোংরা হলেও চলতো। এই নোংরা পরিবেশেই তারা উচ্চমুল্য নিয়ে ভোক্তাদের খাওয়াচ্ছে কয়েকদিন আগের পঁচা বাসি গ্রীল চিকেন, শর্মার চিকেন। আজ রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিট্রেট ম আলিফ রেস্টুরেন্টের অন্দরমহল কিচেনে গিয়ে রীতিমত হতবাক হয়ে যান। এমন একটি আলোঝলমল রেস্টুরেন্টের অন্দর কতো নোংরা দুর্গন্ধময়।
ফ্রিজ থেকে উদ্ধার করা হয় আগের দিনে বিক্রি না হওয়া চিকেন গ্রীল, শর্মার চিকেন, চিকেন টিকাসহ নানা বাসি খাবার। এই ঘটনায় উক্ত রেস্টুরেন্টকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়। ম্যাজিট্রেট মারুফা বেগম নেলী জানান, এই রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বানায়। রান্নাঘরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ। গ্রীল এবং শর্মা বিক্রির জন্য বাসি মুরগির মাংস ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় উদ্ধার করা হয়। এই অপরাধে রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে