রবিবার, ১০ নভেম্বর ২০২৪
spot_img

বড় বোন খালেদা জিয়ার চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ আবেদন করেন তিনি।

আবেদনে শামীম ইস্কান্দার বলেন, আমার বড় বোন খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে নানা অসুখে আক্রান্ত। কারাগারে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। তাই তার শারীরীক অবস্থার অবনতি হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় তার পরিবার বহন করবে। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়া অনুমতি প্রদানের অনুরোধ করছি।

এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, প্রয়োজনে খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় বিএনপি বহন করবে, তবু দ্রুত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ।

সর্বশেষ