বর্তমান সরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে: মির্জা ফখরুল

প্রিয়সংবাদ ডেস্ক :: বর্তমান সরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না। কারণ শিক্ষা নিতে জানে না তারা। তাহলে এই ১০ বছরে শিক্ষা নিতে পারত।’

‘এদের (শ্রীলঙ্কার) চেয়েও খারাপ অবস্থা হবে। শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে সব। দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে,’ যোগ করেন তিনি।

আ. লীগের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, ইভিএমও না: ফখরুল
Read more
জাতীয় নির্বাচনে সব আসনে ইভিএম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এখানে দেখেন প্রমাণিত হচ্ছে যে এই সরকার যে পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে। প্রধানমন্ত্রী কীভাবে বলেন যে ৩০০ আসনে ইভিএমে নির্বাচন হবে, যেটা দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের।’

‘এ থেকে প্রমাণিত হয় যে সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে এ দেশের নির্বাচন ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করছে,’ বলেন তিনি।

ইভিএম নিয়ে বিএনপির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ইভিএম নিয়ে তো ইলেকশন কমিশনই জবাব দিয়েছে। আমার তো বলার আর কিছু আছে বলে মনে হয় না।’

আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা তো দেখছেন, আন্দোলন কিন্তু একটা আন্দোলন না। আপনারা কী বোঝেন জানি না। আমরা যারা আন্দোলন করি তারা বুঝি যে আন্দোলন মানে জনগণকে নিয়ে নাড়াচাড়া করা, জনগণকে সঙ্গে নিয়ে আসা। আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আন্দোলনের প্রোগ্রাম।’

‘এই যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১২ ও ১৪ মে কর্মসূচি দিলাম এটা আন্দোলনের প্রোগ্রাম। এই যে শাহাদাত বার্ষিকী পালন করব এটাও আন্দোলনের প্রোগ্রাম। আপনারা এত অস্থির হবেন না। আপনারা যেটা দেখতে চান সেটা খুব শিগগিরই দেখতে পারবেন,’ বলেন তিনি।

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি আসবে কি না, প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা দেড় মাস আন্দোলন করেছি। এই দফাতে আমরা করেছি। আমাদের দফা তো একটা না অনেকগুলো।’

‘আমরা রাজনৈতিক দল, আমাদের রাজনীতির মূল্য লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে ঠিক করা। এটা ঠিক হলে তেলের দামও ঠিক হয়ে যাবে, সরকার পরিবর্তন হলে তেলের দামও ঠিক পর্যায় আসবে,’ বলেন মির্জা ফখরুল।

১০ মে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৮৪ সালের এই দিনে বিএনপির চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্ব লাভ করেছিলেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এই দীর্ঘ ৩৮ বছর তিনি এই দলের নেতৃত্ব দিচ্ছেন। এর মধ্যে তিনি জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোটে তিন তিনবার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছেন। ২ বার বিরোধী দলের ভূমিকা পালন করেছেন।’

‘এখনো তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত কয়েকবছর ধরে কারা অন্তরীন আছেন। এখন তিনি গৃহবন্দি হয়ে আছেন। তারপরও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন। আমরা আজকে এই সভায় তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, দীর্ঘায়ু কামনা করছি,’ যোগ করেন তিনি।

এর আগে বেলা ১২টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ